November 14, 2024, 12:18 pm
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর দিনে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৬ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। আজ রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
এদিকে সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার উর্দ্ধগতি থাকায় টানা তৃতীয় সপ্তাহ লকডাউন এর আজ দ্বিতীয় দিন। আইনশৃঙখলা বাহিনী শহরের মোড়ে মোড়ে কঠোর অবস্থানে থাকলেও সংক্রমণের হটস্পট সুলতানপুর বড় বাজার হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। সেখানে কোন নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। ৮টা থেকে ১১টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশনা থাকলেও মানছেন না ক্রেতা ও বিক্রেতারা। দিনভরই খোলা রয়েছে এখানের ব্যবসা প্রতিষ্ঠান। জেলা প্রশাসন বলছেন আজ রোববারের মধ্যে বাজার ব্যবস্থাপনা কমিটি দিকনির্দেশনা না মনলে সোমবার থেকে বাজারে প্রশাসন আরো কঠোর হবে।
Comments are closed.