December 11, 2023, 12:57 pm
সাতক্ষীরায় এম.আর পরিবহন ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও অত্যাধুনিক কেবিন সিস্টেম স্লিপার এসি কোচ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকালে শহরের তুফান কোম্পানী মোড়ে এম.আর পরিবহন কাউন্টারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘ঢাকা টু সুন্দরবন’ কোচ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এম.আর পরিবহনের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এম.আর পরিবহনের আঞ্চলিক পরিচালক শফিউল্লাহ রাজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুফান কোম্পানী মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক।
Comments are closed.