September 13, 2024, 2:42 am
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৭৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেলেন ৪০৩ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা পর্যন্ত যারা মারা গেছেন তারা হেলেন- কলারোয়া উপজেলার বড়ালী গ্রামের রাবেয়া বেগম (৬৮), পাথরঘাটা গ্রামের সুরত আলী (৮০), শংকরপুর গ্রামের নাজিমউদ্দীন (৪০), শহরের ইটাগাছা এলাকার আমিরুল ইসলাম (৬৮), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল খালেক (৯০), তহমিনা খাতুন (৩৫), আশাশুনি উপজেলার বাটরা গ্রামের মোকছেদ আলী (৬৯), সাতক্ষীরা সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মাফুজা বেগম (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১১২ জন। হাসপাতালে ২৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৪ জন করোনা পজেটিভ। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
Comments are closed.