December 11, 2023, 11:50 am

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭

সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ১০ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৪১৯ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৬ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছ করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৫৬১ টি নমনিা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৯৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৪ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ৫ জন। জেলায় মোট ৫৬১ টি নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ২৮৫ টি নমুনা পরীক্ষা কওে ৯৩ জনের করোনা সনাক্ত হয়। বাকী ২৭৬ টি নমুনা র‌্যাপিড এন্টিজেন্ট কিটে পরীক্ষা করা হয়। সেখানে আরো ৬৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।

তিনি আরো বলেন, শনিবার ১০ জুলাই পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৩৭০জন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ১১৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১৭৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩১ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৫ জনসহ ভর্তি অছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১১৪৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৩৯৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৮ জন। জেলায় ১০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৬ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪১৯ জন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited