December 13, 2024, 5:52 pm
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১ জন এবং করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা উপসর্গে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন। মোট মৃত্যুর মধ্যে উপসর্গে ৯২ জন এবং আক্রান্ত হয়ে ১৯ জন চলতি জুন মাসের গত কয়েক দিনে মারা গেছে।
যদিও আক্রান্ত হয়ে মে মাসে মৃত্যু হয়েছিল ২ জনের। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার আজ ২৫ জুন শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, করোনা পজিটিভে জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন (৬০)।
এছাড়া করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সদরের আমতলা এলাকার এলাহী আলমের স্ত্রী রহিমা (৬০), কলারোয়ার বড়ালী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী মাছুমা (৪২), শহরের মুনজিতপুর গ্রামের মৃত মাহাবুবর রহমানের ছেলে সিরাজুল হক (৭০), দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের নারায়ন অধিকারির স্ত্রী ঝংকারি অধিকারি। এছাড়া অন্যদের বিস্তারিত নাম ঠিকানা জানা যায়নি।
Comments are closed.