December 11, 2023, 10:28 pm

শিরোনাম:
তালার জেয়ালায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর নির্বাচনী পথ সভা কালিগঞ্জে জনপ্রতিনিধির বাড়িসহ ৩ বাড়িতে চুরি ধরা ছোঁয়ার বাইরে চোরচক্রের সদস্যরা পাইকগাছায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দুই ব্যবসায়ীকে জরিমানা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ২৭.৪০ শতাংশ, নতুন আক্রান্ত ৭৭ জন

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ২৭.৪০ শতাংশ, নতুন আক্রান্ত ৭৭ জন

সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণে হার। সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মঙ্গলবার (২২জুন) পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪০ শতাংশ। সোমবার ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৬জন করোনা পজিটিভ হয়েছিল। যার আক্রান্তে হার ছিল ৪৫.৭৪ ভাগ। এনিয়ে জেলায় ২২ জুন মঙ্গলবার এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জুন পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এর মধ্যে করোনা পজেটিভ ২২ জন। এছাড়া শহরের ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩৮ জন। এরমধ্যে পজিটিভ রোগী আছে ১৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬ জন পজিটিভ। এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নয় জনের মৃতু হয়েছে। এরমধ্যে এক জন করোনা পজিটিভ। এনিয়ে জেলায় ২২ জুন পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মারা গেছে মোট ৬২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৩ জনের। এদিকে সাতক্ষীরায় লকডাউনের টানা তৃতীয় সপ্তাহের পঞ্চম দিনে সকাল থেকে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখা গেছে। করোনার হটস্পট সুলতানপুর বড় বাজার থেকে কাঁচা বাজার পৃথক করা হয়েছে। লক ডাউনের টানা ১৯দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৬২৪টি মামলায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছয় জন ও শহরের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনকে খুলায় পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়েছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited