December 10, 2023, 7:37 am
সাতক্ষীরায় রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর দিনে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৬ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
এদিকে সাতক্ষীরা গত ২৪ ঘন্টায় আরও ৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭০ জনে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫০ শতাংশ। সাতক্ষীরায় এ পর্যন্ত মোট করোনা পজেটিভ হয়েছেন ২ হাজার ৯০৪ জন। শনিবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৩ জন। বর্তমানে ৮২১ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। তারমধ্যে ৩৩ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৭৮৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে দেড় মাস বয়সের এক শিশুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৭ জুন তারিখে ঐ শিশুর বহি:বিভাগের টিকিটে এ্যাডমিট টু পজিটিভ লেখা রয়েছে। ঐ শিশুর মা ও দাদী করোনা পজিটিভ বলে জানা গেছে। তবে দায়িত্বশীল কোন সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
Comments are closed.