October 12, 2024, 3:37 pm
ডেস্ক: শান্তি, শৃংখলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা শ্লোগানে সাতক্ষীরায় বৃক্ষ রোপন কর্মসুচি-২০১৯ উপলক্ষ্যে র্যালি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে এ সময় নেতৃত্ব দেন, জেলা কমান্ড্যান্ট কে.এম মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, আশাশুনি উপজেলা কর্মকর্তা মেহেরাব হোসেন, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটি খাতুন প্রমুখ। র্যালি শেষে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে ৩২৫ জন আনসার সদস্যকে ৫টি করে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
Comments are closed.