December 11, 2023, 12:51 pm

সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৭৪টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায়

সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৭৪টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায়

সীমান্ত জেলা সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবনতা কম। লকডাউনের নামে মানুষ যেন লুকোচুরি খেলছেন। অনেকেরই আবার মুখে নেই কোন মাস্ক। সড়কেও বেড়েছে জনসমাগম। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছেন।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

লাকডাউন বাস্তবায়নে জেলায় ২৪ ঘন্টায় মোবাইল কোটের ৭৪ টি মামরায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited