November 11, 2024, 2:57 am
সাতক্ষীরায় ১০টি চোরাই দামী মোবাইল ফোনসহ মোঃ শাহিন হোসেন (২১) নামের একজনকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক শাহিন হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে। র্যাব-৬, সিপিসি-১ এর কমান্ডার জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া বাজার এলাকা থেকে শাহিন হোসেনকে ১০টি চোরাই এ্যান্ড্রোয়েট মোবাইল ফোনসহ আটক করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলোর আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৫ হাজার ৪৯৫ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত শাহিনকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
Comments are closed.