March 27, 2025, 4:09 pm
শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা রাশিদা গৃহিনী বেগম অল্প টাকায় পেয়াজ বিক্রি হচ্ছে শুনেই দোঁড়ে আসেন পেয়াজ কিনতে। তিনিও এক কেজি পেয়াজ কিনেছেন। তিনি বলেন, বাজারে পেয়াজ আগুনের মত দাম। এক কেজি পেয়াজ ২শ টাকা এটা ভাবা যায়। আমি ৪৫ টাকায় এক কেজি ক্রয় করেছি।টিসিবির পেয়াজ বিক্রি উদ্বোধনকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, প্রতিদিন এক হাজার কেজি করে আগামী তিন দিন পেয়াজ বিক্রি করা হবে। ক্রেতা সাধারণরা ৪৫ টাকা কেজি দরে পেয়াজ ক্রয় করতে পারবেন। সারিবদ্ধভাবে ক্রেতারা পেয়াজ ক্রয় করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না। পেয়াজ বিক্রিকালে ম্যাজিষ্ট্রেট নিয়োগ থাকবে। সকলে পেয়াজ ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ৩টন পিয়াজ পাওয়া গেছে। প্রতিদিন একটন পিয়াজ প্রত্যেককে ১ কেজি করে ১০০০জনকে দেওয়া হবে।পিয়াজ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক, জেলা মার্কেটিং অফিমার মামুন আব্দুল্লাহ, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।
Comments are closed.