February 14, 2025, 4:33 am
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলার শ্যামনগরের দাতিনাখালি, বুড়িগোয়ালীনি, ভেটখালী, কালিগঞ্জের রায়পুর, পাউখালি, সাদপুর, আশাশুনি সদর, সদরের ভোমরা এবং কলারোয়ার যুগিখালী ও জালালাবাদের কিছু স্থানে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর সালাউদ্দীন আহমেদ, ফারুক হোসেন, শাহীন ফরহাদ, আতিক ইসলাম, মুত্তাকিম বিল্লাহ, ইলিয়াস হোসেন, এডসিন উম্মে ফোয়ারা রানী, ফিরোজ হোসেন, মো. সেলাইমান, তাফসিরুল হাসান প্রিন্স প্রমুখ। সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের এডমিন উম্মে ফোয়ারা রানী জানান, গ্রুপের সদস্যরা বিগত দিনের মধ্যে এবারও মানুষের পাশে আছে। সব সময় চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার।
Comments are closed.