March 27, 2025, 5:09 pm
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ’র সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক এমপি ফজলুল হক, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম।
Comments are closed.