March 27, 2025, 5:21 pm
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিদুর রহমান সাদিক ও তার সহযোগীরা বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই করে। এ ঘটনার পর সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী সাদিকের দুই সহযোগী সাইফুল ও দীপ বন্দুকযুদ্ধে নিহত হয়। ঘটনার পর থেকে ছিনতাইয়ের ২২ লক্ষ টাকা ও অস্ত্র নিয়ে পালিয়ে যায় সাদিক। তাকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।সাদিক বাহিনীর একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও কমিটির বাণিজ্যের কারণে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির বিতর্কিত হয়ে পড়ে। এই কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয়।
Comments are closed.