February 14, 2025, 5:15 am
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা পৌর সভার উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান অফিস সহকারী প্রশান্ত ব্যাণার্জী, হিসাব রক্ষক মো. জহুর আলী, কনজারভেনসি পরিদর্শক ইদ্রিস আলীসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ আব্দুল জলিল।
Comments are closed.