September 7, 2024, 11:17 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরা পৌর ৮ ও ৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন

সাতক্ষীরা পৌর ৮ ও ৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা পৌর কৃষকলীগের দুটি ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন ঢাকা পরিবহন কাউন্টার প্রাঙ্গণে পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা কৃষক লীগের আইন বিষয় সম্পাদক এড.ওসমান গনী, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু এড. নর নারায়ন ঘোষ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম প্রমুখ। ত্রি-বার্ষিক অধিবেশনে পৌর ৮নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন। ত্রি-বার্ষিক অধিবেশনে ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন মো. আফছার আলী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লা ইসলাম এবং ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. আজহারুল ইসলাম শফি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com