December 11, 2023, 1:24 pm

শিরোনাম:
কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অবাধে বিক্রি হচ্ছে নদী খননের মাটি, প্রশাসন নীরব পীর জয়নুদ্দীন শাহ্র মাজার জিয়ারত এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ কালিগঞ্জে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে বনবিভাগের পৃথক অভিযানে ৯ জেলে আটক, চোরাই কাঠ উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে বনবিভাগের পৃথক অভিযানে ৯ জেলে আটক, চোরাই কাঠ উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে সুন্দরবন হতে কর্তন নিষিদ্ধ গরান কাঠ কেটে পাচার করার সময় তা জব্দ করেছেন কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) ভোর ৬টার দিকে সুন্দরবনের চকবার খাল এলাকা হতে নৌকা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।

আটক জেলেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ছাকাত শেখের ছেলে শাহ আলম এবং একই এলাকার রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, আজিজ খা’র ছেলে ছামাদ খা, রফিকুল গাজীর ছেলে তরিকুল, সামছুর শেখের ছেলে নুরে আলম, মোকাম শেখের ছেলে রবিউল, হযরত শেখের ছেলে হেলাল শেখ, মান্দার শেখের ছেলে হযরত শেখ ও জব্বার গাজীর ছেলে শহিদুল গাজী।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাঠ কেটে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদেও ভিত্তি সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভঅগের সদস্যরা ভোর ৬টার দিকে সুন্দরবনের চকবার খাল এলাকায় অভিযান চালায়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পওে সেখান থেকে ২টি নৌকাসহ ২শতাধিক মণ গরান কাঠ উদ্ধার করা হয়।
এদিকে অপর এক অভিযানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন অফিস সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে ট্রলারসহ ৯ জেলেকে আটক করে বনবিভাগ। শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসানের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা মাছ ভর্তি ট্রলারসহ উল্লেখিত জেলেদের আটক করে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান ২টি নৌকাসহ ২শতাধিক মণ গরান কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় বন আইনে মামলা হয়েছে। তিনি আরো জানান, প্রজনন মৌসুমে সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত ৫লাখ টাকা মূল্যের ১টি ট্রলার ও ৫০হাজার টাকার ১২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited