October 6, 2024, 11:47 pm
নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু বুধবার ৮নং ধুলিহর ইউনিয়নের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। তীব্র তাপদাহ উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন নিয়ে বর্তমান সরকার যাতে চতুর্থ বার দেশ পরিচালনা করতে পারেন সেজন্য তিনি সাধারণ মানুষের কাতারে সামিল হন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তাসমূহ জনসম্মুখে উল্লেখ করেন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে তীব্র তাপদাহে সকল প্রাণীকূলের কষ্টের সারথি হয়ে সকলকে সাবধানে অবস্থান করার পরামর্শ দেন। নৌকার স্বপক্ষে জনমত গঠনকালে আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হয়ে তরুণ প্রজন্মের আইকন আসাদুজ্জামান বাবু সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। জনসংযোগ কালে সঙ্গী হয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়ল, আব্দুল ওহাব চৌধুরী, তবিবর রহমান, নাসিরউদ্দিন, রবিউল ইসলাম, হযরত আলী, অলোক কুমার ঘোষ, সনোত কুমার। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Comments are closed.