February 11, 2025, 12:25 pm
সাতক্ষীরা সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর সহকারি (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর থানার ওসি অপারেশন মো. তারেকুজ্জমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।
সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ছাড়াও সদর উপজেলার মাসিক সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাতক্ষীরা সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদর উপজেলার বিভিন্ন আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments are closed.