February 14, 2025, 4:50 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা সদর উপজেলা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আলমগীর ও সম্পাদক ইউছুপ

সাতক্ষীরা সদর উপজেলা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আলমগীর ও সম্পাদক ইউছুপ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা সদর উপজেলা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ২০২৬) এর ১ম ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৯২ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মিয়ারাজ-ইউছুপ পরিষদ ও আলমগীর-এছাক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রফেসর গাজী আবুল কাসেম। নির্বাচনে সভাপতি পদে মো. আলমগীর হোসেন (আনারস প্রতিক) ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. মিয়ারাজ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ইউছুপ আলী (বাঘ প্রতিক) ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসহাক সরদার (মটর সাইকেল প্রতিক) পেয়েছেন ১৫৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. নুরুজ্জামান (চেয়ার প্রতিক)২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. হারুনার রশিদ (টিউবয়েল প্রতিক) পেয়েছেন ৬৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবিয়ার হোসেন (দেয়াল ঘড়ি প্রতিক) ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সাইদুল রহমান (হরিণ প্রতিক) পেয়েছেন ১২১ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার (দোয়াত কলম প্রতিক) ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আকতার হোসেন (ফুটবল প্রতিক) পেয়েছেন ১২০ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মো. কামাল হোসেন ও মো. রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আবুল হাসান এবং কার্যনীর্বাহী সদস্য মোক্তার আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক এসএম নাজিম উদ্দিন ও আমিনুল হক। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এড. আল মাহমুদ পলাশ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com