December 11, 2023, 11:01 pm
সাতক্ষীরাতে চরম অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যে চলছে কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রম। সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা যায় টিকা কার্যক্রম চলেছে হ য ব র ল অবস্থায়। সকাল ৭টা থেকে টিকা প্রত্যাশীরা ভীড় করতে থাকে হাসপাতালের আমবাগানের টিকাদান কেন্দ্রে। সেখানে এক ব্যক্তি সকাল থেকে টিকা সংগ্রহের রেজিষ্টেশন কাড সংগ্রহ করেন এবং প্রত্যেকের স্বাক্ষর তারিখ ও মোবাইলের ম্যাসেজ আছে কি-না তা ঠিক করতে থাকেন। বেলা ৮:১৫ মিনিটের দিকে হঠাৎ একব্যক্তি খবরদেন, আজ টিকা দেয়া হবে হাসপাতালের ভিতরে করোনা পরিক্ষার স্থানে। মানুষ দৌড়ে যান সেখানে। টিকাকাড সংগ্রহকারী ঐ ব্যক্তি তার সংগৃহীত দুইশত রেজিষ্টেশন কাড জমাদেন সেখানে। এসময় রেডক্রিসেন্ট এর কর্মীরা জানিয়ে দেন এভাবে কার্ড জমা নেয়া হবেনা। প্রত্যেকে রেজিষ্টেশন কার্ড হাতে রাখেন। শুরু হয় বিড়ম্বনা। দু’শ নারি-পুরুষ তাদের জমাদেয়া ঐ কার্ড নেয়ার জন্য শুরু করে হুড়ুহুড়ি এবং বাগবিতন্ডা। এসময় সামাজিক দুরত্বের নুন্যতম কোন বালাই ছিল না। মানুষ কোনক্রমে কার্ড নেয়ার পর রেডক্রিসেন্টের এক কর্মী ঘোষণা দেন যাদের মোবাইলে ম্যাসেজ আসেনি তাদের টিকা দেয়া হবেনা, তারা চলে যান। যাদের ম্যাসেজ আছে এমন নতুন-পুরাতন টিকা প্রত্যাশীদের এবার আবারো লাইন দিতে বলাহয়। এসময় ছোট ঐরুমের মধ্যে নারি-পুরুষকে পৃথক ভাবে গাদাগাদি করে লাইনে দাড়াতে হয়। টিকা ঐ কেন্দ্রে আসতে দেরি হওয়ায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে টিকা প্রত্যাশীদের দারুণভাবে হিমসিম খেতে হয়। এসময় ঠেলাঠেলিতেও সামান্য কারনে মানুষ মারমুখি হয়ে উঠে।
Comments are closed.