September 7, 2024, 12:15 pm
সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস’র দ্বারোন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের ছাত্রী নিবাস ক্যাম্পাসে ছাত্রী নিবাস সুপারভাইজিং কমিটির আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ আল হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ছাত্রী নিবাসের দ্বারোন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরাতে এই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত, সুউচ্চ ৫তলা বিশিষ্ট ছাত্রী নিবাসটি নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামানুসারে।
দেশের জন্য বঙ্গবন্ধুর সকল ত্যাগ, অবদান সম্ভব হয়েছিল এই মহিয়সী নারীর সহযোগীতায়। ১৯৩০ সালের ৮ ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্ম গ্রহণ করেন। আমরা কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি তাঁকে। এমপি রবি শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান।’ ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, ছাত্রীনিবাস’র হোস্টেল সুপার সহযোগি অধ্যাপক মোহা. আল-মুন্তানছির বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব সিংহ, সহযোগি অধ্যাপক মো. বদরুল মিল্লাত, প্রফেসর আবুল হাসেম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, হোসেনুর রহমান, ফারুক হোসেন, মনোয়ার হোসেন, সহকারি হোস্টেল সুপার ও সহযোগি অধ্যাপক উন্মে ফাতেমা জোহরা, নাসরিন সুলতানা প্রমুখ। জেলা সদরে অবস্থিত মাস্ট্রার্স টিচিং (৭০ কলেজ ) প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ১০০ সিটের ছাত্রী হোস্টেল ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভবন এবং বাউন্ডারী ওয়ালসহ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সন্দীপ কুমার দাশ। পরে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ অতিথিবৃন্দ।
Comments are closed.