January 18, 2025, 4:48 pm
Sopone Das : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেককে কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। প্রফেসর আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রফেসর মো. আব্দুল খালেক অবসরজনিত প্রস্তুতিতে যাচ্ছেন।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল অধ্যক্ষ প্রফেসর খালেক ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান। বিকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেনও তার কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানান।
Comments are closed.