February 14, 2025, 5:37 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে শোকসভা

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে শোকসভা

রাজধানী ঢাকার বাইরে মফস্বল শহরে নারী সাংবাদিকতার দ্বার উন্মোচনকারী যশোরের শাহানারা বেগমের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র এই শোকসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম। বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, দৈনিক পতদূত এর উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ও প্রয়াত শাহানারা বেগমের স্বামী আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বৈশাখী টিভির শামীম পারভেজ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ সরদার, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসললাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, ভোরের পাতার মহিদার রহমান, এখন টিভির শেখ আহসানুর রহমান রাজিব প্রমুখ। বক্তারা বলেন, শাহানারা বেগম স্পষ্টবাদী ও নির্ভীক সাংবাদিক ছিলেন। তিনি কখনো সাদাকে সাদা আর কালো কে কালো বলতে দ্বিধা বোধ করনেনি। আজীবন লেখালেখির মধ্যে থাকা সাংবাদিক শাহানারা বেগম ছিলেন একজন নির্লোভ মানুষ ও সৎ চরিত্রের অধিকারী। সমাজ বিনির্মাণে তিনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সব সময় সমাজ ও দেশের উন্নয়নে কাজ করেছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি মফস্বল শহরে নারী সাংবাদিকতার দ্বার উন্মোচন করেছিলেন। একজন নারী হয়েও তিনি পুরুষের পাশাপাশি সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশাকে বেছে নিয়ে নির্ভীকভাবে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি কখনো কোন রাঙা চক্ষুর কাছে নতি স্বীকার করেননি। এই জন্য তাকে জীবনে কম মূল্য দিতে হয়নি। বক্তারা আরো বলেন, তিনি টেলিভিশনে সাংবাদিকতা করলেও তার নিজের সম্পাদনায় একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে মফস্বল শহরে নারী সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন। তার আগে যশোরের মতো একটি জেলা শহরে নারীরা যে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করতে পারে, তা কেউ ভাবতে পারেনি। তার পথ অনুসরণ করে বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বহু নারী সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিজেদেরকে নিয়োজিত করছেন। তাই সাংবাদিক শাহানারা জেলা শহরে নারী সাংবাদিকতার পথিকৃৎ হয়ে থাকবেন। প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাত ৮টা ১৫ মিনিটে যশোর সার্কিট হাউজ এলাকার নিজ বাড়িতে ৬৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও যশোরের অধুনালুপ্ত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহানারা বেগম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com