December 11, 2023, 12:06 pm

সাতক্ষীরা ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

সাতক্ষীরা ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন তিনি সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের খুলনা বিভাগীয় বুথ এ গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আ.লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরাসহ দলীয় নেতৃবৃন্দ।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited