December 11, 2023, 12:46 pm

সাবেক পৌর মেয়র মরহুম শেখ আশরাফুল হক’র স্ত্রী হাছিনা খাতুন আর নেই!

সাবেক পৌর মেয়র মরহুম শেখ আশরাফুল হক’র স্ত্রী হাছিনা খাতুন আর নেই!

সাতক্ষীরা সুলতানপুর নিবাসী সাবেক পৌর মেয়র মরহুম শেখ আশরাফুল হক এর সহধর্মিণী এবং সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক ও তহুরা, মারুফ, তানিয়া, তারিখের আম্মা মোছাঃ হাছিনা খাতুন (৭৮) আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……….রাজেউন।

হাছিনা খাতুন দীর্ঘদিন যাবত ডায়বেটিস, কিডনী ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ জুলাই নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজের জানাযা আজ বাদ জোহর দুপুর ২ টার সময় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাযায় সকল কে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited