January 18, 2025, 6:24 pm
সাতক্ষীরার কলারোয়ায় সুইসাইড নোট লিখে শেখ আজগর আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। শেখ আজগর আলী (৫৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালালের পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর আলী। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। ওসি আরো জানান, মৃতের বাড়িতে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে তার অশান্তি ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
Comments are closed.