October 3, 2024, 10:27 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সুন্দরবন থেকে ২০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

সুন্দরবন থেকে ২০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কৈখালী স্টেশন অফিসের সদস্যরা গহীন সুন্দরবনে অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের ধলের খালের মুখ হতে হরিণের মাংসসহ ওই শিকারিকে আটক করা হয়। আটক শিকারি হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে মোঃ আব্দুল জব্বার গাজী।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা রাত সাড়ে ১২ টার দিকে এক অভিযান চালিয়ে সুন্দরবনের ধলের খালের মুখ হতে চোরা শিকারি আব্দুল জব্বার গাজীকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংসসহ দা ও টর্চ লাইট উদ্ধার করে বনবিভাগের সদস্যরা।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবর গোপনে নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ ওই শিকারিকে হাতে নাতে আটক করা হয়। বন আইনে মামলা দিয়ে হরিণের মাংসসহ শিকারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com