September 10, 2024, 10:07 am
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটা বিশ্বের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুবই আন্তরিক। সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি বাবু বলেন, চারদিকে প্রাকৃতিক বিপর্যয়, নদী ভাঙন, নদীর নাব্যতা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কাঠ পাচার, কৃষিসহ সকল ক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক এর ব্যবহার, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, অকারণে বন্য প্রাণির আবাসস্থলসহ পশু-পাখি নিধন, সুন্দরবন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে প্রাণ ও প্রকৃতি আজ সংকটাপন্ন। তাই সুন্দরবন ও মানুষকে বাঁচতে হলে প্রাণ এবং প্রকৃতিকে রক্ষার সকল উদ্যোগ সকলকে নৈতিকতার ভিত্তিতে গ্রহণ করতে হবে সাথে সাথে সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও অবৈধ শুটকি মাছের খুটি মালিকদের কঠিন হুশিয়ারী করে এমপি বাবু বলেন, যেই হোক না কেন নিষিদ্ধ সময় বিষ দিয়ে মাছ শিকার করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি প্রশাসনকে কঠিন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে কয়রা কাশিয়াবাদ স্টেশনে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আয়োজনে সুন্দরবন সুরক্ষা ও সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের সমাবেশ ও গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো’র সভাপতিত্বে ও স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম প্রমুখ।
Comments are closed.