February 14, 2025, 4:33 am
সুন্দরবন দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বুড়িগোয়ালীনি ইউনিয়নে বরসা রিসোর্ট এর সমনে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে সুন্দরবন সুরক্ষায় যুবদের অংশগ্রহণে যুব শপথ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এহসানুল মাহবুব তানভীর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিমাদ্রী রাজ হিমু, মহিলা বিষয়ক সম্পদিকা নাহিদা সুলতানা, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি ফুয়াদ মাহমুদ সুজন, সহ সভাপতি আব্দুলা আল সাকিব, সাধারন সম্পাদক রবিউল ইসলাম কাজল, সদস্য আবু উবাইদা, সাবেরা খাতুন ও বিভিন্ন ইউনিটের যুব সদস্য সহ প্রমুখ। শপথ নেওয়ার সময় যুবরা সুন্দরবনের জীব বৈচিত্র্য সুরক্ষায় অঙ্গিকার গ্রহন করেন।
Comments are closed.