February 11, 2025, 4:56 am
সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরা পৌরসভার আয়োজনে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতœা আক্তার শরীফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুপারভাইজার মো: ইবাদুল ইসলাম, মো: শাহীন বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা আক্তার, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রুবিয়া পারভীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব সাজু। উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের সকল শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
Comments are closed.