September 13, 2024, 1:22 am
আব্দুর রহমান: করোনাকালে সরকারি বিধি-নিষেধে পড়ে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুলতানপুর গ্রামবাসী ও ৪নং ওয়ার্ডবাসীর পক্ষে ৩ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকালে সুলতানপুর ক্লাব মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীললীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, পেঁয়াজ, রসুন, চিনি, সেমাই, লাচ্চি, গুঁড়া দুধ, কিসমিচ, বাদাম ও তেল। ঈদ সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শামস্, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্মা, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক চঞ্চল, শেখ মারুফুল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, মোস্তাক আলী কাজী ইকবাল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিককুর রহমান মিল্টন।
Comments are closed.