December 10, 2023, 7:45 am

শিরোনাম:
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রেসে বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান আহ্বায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ। বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
স্বপ্নপূরণ হয়ে গেল সাইফউদ্দিনের

স্বপ্নপূরণ হয়ে গেল সাইফউদ্দিনের

তিনি নিজে অলরাউন্ডার। ব্যাট-বল দুটোতেই ঝড় তুলতে দক্ষ। কিন্তু ইনজুরি বেশ ভুগিয়েছে তাকে। সেরা সময়ে চলে যেতে হয়েছে মাঠের বাইরে। এবার যখন ফিটনেস ফিরে পেলেন তখন দলের জয়েও রাখছেন ভূমিকা। গত রোববার সাকিব আল হাসানের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে দারুণ ব্যাট করলেন। দলকে এনে দিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয়। এই সাফল্যে স্বপ্নপূরণ হল মোহাম্মদ সাইফউদ্দিনের। তার স্বপ্ন ছিল সাকিব আল হাসানকে নিয়ে এমন একটা জয়ের। সেই স্বপ্নপূরণ হওয়ায় আনন্দে ভাসছেন তিনি। দলকে জিতিয়ে ১০৯ বলে ৮ চারে ৯৬ রানে অপরাজিত থাকেন সাকিব। এক চারে ৩৪ বলে ২৮ রান তুলেন সাইফ।

সোমবার সাইফ বলেন, ‘আমি যখন নামি, প্রায় ৬৯ রানের দরকার ছিল। সত্যি বলতে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, উনার সঙ্গে খেলা, জুটি গড়ে দল জেতানো। কয়েকটা টক শোতে আগেই বলেছিলাম। সুযোগটা কালকে এসেছিল। স্মরণীয় করে রাখার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’

৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ম্যাচ জেতান সাকিব-সাইফ। অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান করেন। সেই সাফল্যের প্রেক্ষাপট নিয়ে সাইফ বলছিলেন, ‘অনেক চাপের পরিস্থিতি ছিল। এই সময়টার জন্য আমি প্রস্তুত ছিলাম। হবে কী হবে না, এটা পরের ব্যাপার ছিল। চেষ্টা ছিল নিজের প্রক্রিয়া ঠিক রাখার। সাকিব ভাই ক্রিজে ছিলেন। আমার বিশ্বাস ছিল যে যদি বেশি ডট না খেলি, এক-এক করে নিতে পারি, খেলাটা যদি ছোট করতে পারি, আমাদের পক্ষে আসবে ফল। হয়েছে সেটাই।’

বাংলাদেশ দল মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের মিশনে নামবে। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited