September 10, 2024, 12:05 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বামীর বিয়ের খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খালেদা আক্তার (৩২) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার ধেরুয়া রেলসেতু এলাকায় এই ঘটনা ঘটে। খালেদা আক্তার উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে। গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান জানান, আনোয়ার দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন। বিষয়টি এক সপ্তাহ আগে জানতে পারেন প্রথম স্ত্রী খালেদা। এরপর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। গতকাল শনিবার সকালে বিষয়টি নিয়ে ঝগড়া হয়। খালেদা আক্তার অভিমান করে সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেলসেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, বিষয়টি রেলওয়ের গাজীপুরে জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশট উদ্ধার করবে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলম বলেন, লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com