October 6, 2024, 10:12 pm
আব্দুর রহমান
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবরও আমাদের দেখতে হচ্ছে। এঘটনার পর সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসকসহ দেশব্যাপি প্রায় ১৩শ চিকিৎসককে ঢালাওভাবে বদলির আদেশ আবার স্থগিত করা হয়। এসব নানা কারণে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে বিতর্ক চলমান রয়েছে। এদিকে করোনার এই ভয়াবহ অবস্থায় ‘মার ওপর খাড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হয়েছে ডেঙ্গুর প্রকোপ। এতো কিছুর পরও চিকিৎসকরা ক্লান্তিহীনভাবে করোনা মহামারীসহ সকল চিকিৎসায় নিরবে সেবা প্রদান করে যাচ্ছে। সাতক্ষীরায় শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৬ জন ও করোনার উপসর্গ নিয়ে ৪০৩ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১১৩২৪ জন এবং মারা গেছেন ২১২ জন। সর্বমোট আক্রান্ত ১০০০৫৭০ জন এবং সর্বমোট মারা গেছেন ১৬০০৪ জন। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভূমিকা অব্যাহত রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং সমর্থ অনুযায়ী সমাজের বৃত্তবানরাও এগিয়ে এসেছে। তবে সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
Comments are closed.