February 11, 2025, 11:53 am
স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার সদস্যদের সাথে সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেঞ্চুরী সাতক্ষীরার আয়োজনে ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধার সাড়ে ৭টায় শহরের নবারুন মোড়ের বিসিডিএস ভবরে নিচ তলায় সেঞ্চুরি একাডেমির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মো. তোহা খান, মাহবুবুর রহমান, রুনা আক্তার, পূজা দাশসহ নেক্সাস সাতক্ষীরার ১৩ জন সদস্য। মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলা আ.লীগের শীল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন নেক্সাস সাতক্ষীরার ২৫ জন সদস্যকে সেঞ্চুরি সাতক্ষীরার পক্ষ থেকে হাসিমুখ উপহার প্রদান করেন।
Comments are closed.