February 11, 2025, 11:13 am
শ্যামনগরের ৪ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে শতাধিক ঘরবাড়ি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ে সৃষ্ট হয়। এতে উপজেলার কৈখালী, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বলে জানাগেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে তালিকা তৈরির জন্য। যতদূর সম্ভব তাদের সহযোগীতা করার চেষ্টা করা হবে।
Comments are closed.