হাড়দ্দহা প্রাইমারি স্কুলের সভাপতির নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবন ও শিশুপার্ক উদ্বোধন
- Update Time :
Sunday, October 13, 2019
-
124 দেখা হয়েছে
সীমান্ত প্রতিনিধি: ১২ অক্টোবর বিকালে হাড়দ্দহা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন ও শিশুপার্ক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী সমাজ সেবক এসএম আবকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহিদ হোসেন, ইনাম হোসেন, ডা. আসাদুল হক (সাংবাদিক), প্রধান শিক্ষক আবুসেলিম সাজু, বাবুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম, হামিদা খাতুন, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান পলাশ, আবু বাক্কার, আব্দুর রউফ, আবুসেলিম, ইউনুস আলি, নারগীস পারভিন, দিপালি দাশ, গ্রাম ডা. আব্দুর রউফ, রিনা খাতুন, আব্দুল আজিজ, রোকনুজ্জামান, মনিরা খাতুন, ফাইমা খাতুন, ফজলুর রহমানসহ প্রমুখ।