September 9, 2024, 11:01 am
রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোরচক্রের চারজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো—সোহেল, ফরহাদ, ইলিয়াস ও আনোয়ারুল। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরচক্র বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন। কয়েক দিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Comments are closed.