April 20, 2024, 1:17 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
গণভবনের শাক-সবজি কৃষক লীগ নেতাদের উপহার দিলেন শেখ হাসিনা তালায় পানি নিষ্কাশন এর খাল বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট পাঁচ বছরেও চালু হয়নি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক মতবিনিময় সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় বিআরটিএ উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ
আফ্রিদিকে দেখতে গেলেন কোহলিরা

আফ্রিদিকে দেখতে গেলেন কোহলিরা

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের প্রধান পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ। সেই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়ছে। দুই দলের ক্রিকেটারদের দেখে অবশ্য সেই উত্তেজনার আঁচ পাওয়া কঠিন। দুবাইয়ে অনুশীলনের পর শাহিনকে দেখে বিরাট কোহলি, ঋষভ পন্থরা গিয়ে শাহিন আফ্রিদির হাঁটুর চোটের খোঁজ খবর নিয়েছেন। পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘বন্ধু, ভাবছি এবার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব। ‘ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার তাকে পরামর্শ দিয়ে বলেন, ‘স্যার, আপনি তো পেসার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে। ‘ এরপরেই পন্থ জানতে চান, ‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’ শাহিন বলেন, ‘পাঁচ সপ্তাহ। ‘ শ্রীলঙ্কা সফরে ডান হাঁটুতে চোট পান শাহিন।

এশিয়া কাপে খেলতে পারবেন না। তবু পাকিস্তান দলের সঙ্গেই আছেন দুবাইয়ে। অনুশীলন না করলেও বৃহস্পতিবার দলের সঙ্গে শাহিন এসেছিলেন আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ডান পায়ে বিশেষ ধরনের ‘সাপোর্ট’ পরে মাঠের ধারে বসেছিলেন। তখন অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শাহিনকে দেখে প্রথমে এগিয়ে যান যুজবেন্দ্র চাহাল। ভারতীয় স্পিনারকে দেখে শাহিনও এগিয়ে আসেন। দুজনের মাঝে চলে শুভেচ্ছা বিনিময়। ওই সময় কিছুটা দূরে অন্য একজনের সঙ্গে কথা বলছিলেন কোহলি। কথা শেষ করে তিনিও চলে আসেন শাহিনের কাছে। সৌজন্য বিনিময়ের পর শাহিনের হাঁটুর চোটের কথা জানতে চান কোহলি। সাবেক ভারত অধিনায়ক চলে যাওয়ার পর শাহিনকে দেখা যায় পন্থের সঙ্গে। পরে লোকেশ রাহুলও কথা বলেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শাহিনের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের আগ্রাসী বোলিংয়ের সামনে সমস্যা পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। ওই ম্যাচেই প্রথমবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com