November 21, 2024, 9:09 am
ব্যাট হাতে সাকিব আল হাসানের সময়টা কাটছে অম্লমধুর। কিন্তু বল হাতে ছন্দহীনতা যেন পিছুই ছাড়ছে না বাঁ হাতি স্পিনারের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএসএল) টানা তিন ম্যাচেই বোলিংয়ে ছন্দহীন বাংলাদেশ অলরাউন্ডার। এতে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও। আজ ভোরে সাকিবদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে স্যাটেল আর্কাস। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে নাইট রাইডার্স। জবাবে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্যাটেল আর্কাস। ৬৬ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন আর্কাসের দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকেলটন।
নাইট রাইডার্সদের ব্যাটিং ব্যর্থতা চলছেই। এবারও জেসন রয় ছাড়া পরের তিন ব্যাটারই দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন। চারে নামা সাকিব ৭ বলে ৭ রানে ফেরেন। রয় ৫২ বলে করেন ৬৯ রান। শেষ দিকে ডেভিড মিলারের ২২ বলের ৪৪ রানের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় নাইট রাইডার্স। যদিও রান তাড়ার লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলে আর্কাসের ব্যাটাররা। ১৭ রানে ওপেনার নাউমান আনোয়ারকে হারানোর পরও ম্যাচ শেষ করেছে ৯ উইকেটের জয় দিয়ে। দুই প্রোটিয়া ব্যাটার রিকেলটন ও কুইন্টন ডি ককের ব্যাটে সহজ জয় তুলে নেয় তারা। ২ ওভার বোলিং করেছিলেন সাকিব। ২৩ রান খরচে কোনো উইকেট নিতে পারেননি তিনি। টানা কয়েক ম্যাচেই ছন্দহীনতায় আটকে বাংলাদেশ অলরাউন্ডার।
Comments are closed.