April 18, 2024, 5:40 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আয়ারল্যান্ডকে হারিয়ে আজ এগিয়ে যেতে চায় বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে আজ এগিয়ে যেতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মনের মতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তারপরও বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল টিম টাইগার্স। যদিও শেষ পর্যন্ত সব ভেস্তে দেয় বেরশিক বৃষ্টি। যে কারণে পরিত্যক্ত হয় ম্যাচ। তবে সে সব অতীত। তাই আজ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের চেমসফোর্ড নামবে তামিম ইকবালের দল। যদিও এ ম্যাচেও চোখ রাঙাচ্ছে সেই বৃষ্টিই।

আজ বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে চেমসফোর্ডের ক্লাউড এফএম গ্রাউন্ডে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে টিম টাইগার্স। এ ম্যাচ জিততে কতটা মরিয়া সফরকারীরা? সেটি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্ট থেকেই সবচেয়ে ভালো বোঝা যাওয়ার কথা, ‘প্রথম ওয়ানডে ওয়াশআউটের পর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যেতে বদ্ধপরিকর টাইগাররা।’

খুব স্বাভাবিক যে জেতার জন্য সাকিবের মতো সিনিয়র ক্রিকেটারদের তেতে থাকার ব্যাপারটি দারুণভাবে সংক্রমিত হয়েছে শরিফুলের মতো জুনিয়রদের মধ্যেও। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে গতকাল চেমসফোর্ডে এই বাঁহাতি পেসার সংবাদমাধ্যমে বলেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। আমরা সেভাবেই খেলতে চাই, যেভাবে খেললে জয় ছিনিয়ে আনা যায়।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৬ উইকেটে তোলা ২৪৬ রান তাড়ায় নামা আইরিশ ইনিংসের ১৬.৩ ওভারেই বৃষ্টিতে বন্ধ হওয়া খেলা আর শুরুই হতে পারেনি। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচেও যে প্রকৃতি বাধা হয়ে দাঁড়াবে না, সে কথা আগাম বলা যায় না। কাজেই আজ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য পুরো ম্যাচ হওয়ার প্রার্থনাও নিশ্চয়ই করবেন তামিম ইকবালরা। একই সঙ্গে শরিফুলের মতো টেলএন্ডার চান, ব্যাট হাতে দলের সংগ্রহে অবদান রাখতেও, ‘আসলে সব দেশেই টেলএন্ডাররা এখন ভালো ব্যাটিং করছে। চেষ্টা করছি আমরাও। তাসকিন (আহমেদ) ভাইকে দেখে দেখে আমরা প্রতিদিন নেটে অনুশীলন করছি। একটু হলেও উন্নতি করার চেষ্টা করছি। আমরা ১০-১৫ রান করলেও সেটি দলের জন্য সহায়ক হবে।’

প্রথম ওয়ানডেতে স্বীকৃতি ব্যাটারদের কেউ তেমন জ্বলে উঠতে পারেননি। তাই আজ তারা নিশ্চয়ই চাইবেন নিজেদের মেলে ধরতে। এদিকে বোলার-ফিল্ডাররাও চাইবেন দারুণ কিছু করে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com