April 19, 2024, 3:58 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি কখনো কোনো ধর্মের প্রতি আঘাত করে কোনো কথা বলেননি। তিনি বিশ^ ইজতেমার জন্য তুরাগ নদীর পাড়ে জমি দিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শ অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। জননেত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মানুষ, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। ফজরের নামাজ আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত করে রাষ্ট্রীয় কর্মকান্ড শুরু করেন। ইমামরা সমাজে সম্মানের পাত্র। ধর্মের অপব্যাখ্যা করে কোন গোষ্ঠী যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের অতীত কর্মকান্ডের কারণে আমাদের সাতক্ষীরা ছেলে-মেয়েরা প্রমোশন পায়না। কারণ আমাদেরকে জঙ্গী এলাকার মানুষ বলে মনে করে। আপনারাই পারেন সাতক্ষীরাকে একটি সুন্দর জেলায় পরিণত করতে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র মাস্টার ট্রেইনার মো. আবুল কালাম। এসময় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র ফিল্ড সুপারভাইজার মো. আসাদুল্লাহ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com