April 25, 2024, 7:41 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
একদিনে আরো আড়াই লাখ করোনারোগী শনাক্ত

একদিনে আরো আড়াই লাখ করোনারোগী শনাক্ত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো প্রায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে আড়াই লক্ষাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা প্রায় ৯ লাখ পৌনে ৩৩ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পৌনে ৯৪ লাখ ৪০ হাজার ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৩২ হাজার ৭১৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১২ লাখ ৭৫ হাজার ২১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২ লাখ ৩২ হাজার ৭১১ জন করোনারোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৭৭৮ জনের অবস্থা গুরুতর।

মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন আক্রান্ত নিয়ে এ হিসেবে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন ও পেরুতে পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ৩৩ হাজার ৮৬০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— কলম্বিয়া (৭ লাখ ২১ হাজার ৮৯২ জন), মেক্সিকো (৬ লাখ ৭১ হাজার ৭১৬ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৫০ হাজার ৭৪৯ জন), স্পেন (৫ লাখ ৯৩ হাজার ৭৩০ জন) ও আর্জেন্টিনা (৫ লাখ ৬৫ হাজার ৪৪৬ জন)।

১ লাখ ৯৯ হাজার মানুষের মৃত্যু হওয়ায় কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ১১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৮০ হাজার ৮০৮ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭১ হাজার ৪৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৬৩৭ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৬২৪ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৯৫০ জন), পেরু (মৃত্যু ৩০ হাজার ৮১২ জন), স্পেন (মৃত্যু ২৯ হাজার ৮৪৮ জন) ও ইরান (মৃত্যু ২৩ হাজার ৩১৩ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২৩ হাজার ১২৩ জন, রাশিয়ায় ১৮ হাজার ৬৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার ৪৯৯ জন, চিলিতে ১২ হাজার ১৩ জন, আর্জেন্টিনায় ১১ হাজার ৬৬৭ জন, ইকুয়েডরে ১০ হাজার ৯২২ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯২৭ জন, জার্মানিতে ৯ হাজার ৪৩৬ জন, কানাডায় ৯ হাজার ১৭৯ জন, ইন্দোনেশিয়ায় ৮ হাজার ৮৪১ জন, ইরাকে ৮ হাজার ৮৬ জন, বলিভিয়ায় ৭ হাজার ৩৯৪ জন, তুরস্কে ৭ হাজার ১১৯ জন, পাকিস্তানে ৬ হাজার ৩৮৩ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ২৫৬ জন, সুইডেনে ৫ হাজার ৮৪৬ জন, মিসরে ৫ হাজার ৬৬১ জন, বাংলাদেশে ৪ হাজার ৭৫৯ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ফিলিপাইনে ৪ হাজার ৬৩০ জন, সৌদি আরবে ৪ হাজার ৩০৫ জন, রোমানিয়ায় ৪ হাজার ১৮৫ জন, ইউক্রেনে ৩ হাজার ২১১ জন, গুয়াতেমালায় ২ হাজার ৯৭২ জন, পোল্যান্ডে ২ হাজার ২০৩, হন্ডুরাসে ২ হাজার ৭৯ জন ও সুইজারল্যান্ডে ২ হাজার ২৫ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com