April 18, 2024, 5:30 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ৯ লাখ ৮২ হাজার

করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ৯ লাখ ৮২ হাজার

কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। করোনার সংক্রমণে মৃত্যুর সারি ক্রমাগত দীর্ঘ হয়ে চলেছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো সাড়ে ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সময়ে নতুন করে আরো তিন লক্ষাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৯ লাখ ৮২ হাজার ছুঁইছুঁই। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ২১ লাখের কাছাকাছি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৮১ হাজার ৯২১ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪ লাখ ৩৪ হাজার ১৭৮ জন করোনারোগী, যাদের মধ্যে ৬২ হাজার ৩৭৭ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চসংখ্যক মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংখ্যা বেড়ে ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ লাখ ৩০ হাজার ১৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১১ লাখ ২২ হাজার ২৪১ জন ও কলম্বিয়ায় পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ৮৪ হাজার ২৬৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— পেরু (৭ লাখ ৮২ হাজার ৬৯৫ জন), মেক্সিকো (৭ লাখ ১০ হাজার ৪৯ জন), স্পেন (৬ লাখ ৯৩ হাজার ৫৫৬ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৬৫ হাজার ১৮৮ জন) ও আর্জেন্টিনা (৬ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন)।

কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৬ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৯ হাজার ৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৯১ হাজার ১৭৩ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৪ হাজার ৯৪৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৮৬২ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৭৫৮ জন), পেরু (মৃত্যু ৩১ হাজার ৮৭০ জন), ফ্রান্স (মৃত্যু ৩১ হাজার ৪৫৯ জন), স্পেন (মৃত্যু ৩১ হাজার ৩৪ জন) ও ইরান (মৃত্যু ২৪ হাজার ৮৪০ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২৪ হাজার ৭৪৬ জন (১১তম), রাশিয়ায় ১৯ হাজার ৭৯৯ জন (১২তম), দক্ষিণ আফ্রিকায় ১৬ হাজার ২০৬ জন (১৩তম), আর্জেন্টিনায় ১৪ হাজার ৩৭৬ জন (১৪তম), চিলিতে ১২ হাজার ৩৪৫ জন (১৫তম), ইকুয়েডরে ১১ হাজার ১৭১ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৯ হাজার ৯৭৭ জন (১৭তম), বেলজিয়ামে ৯ হাজার ৯৫৫ জন (১৮তম), জার্মানিতে ৯ হাজার ৫০৮ জন (১৯তম), কানাডায় ৯ হাজার ২৪৩ জন (২০তম), ইরাকে ৮ হাজার ৭৫৪ জন (২১তম), বলিভিয়ায় ৭ হাজার ৭৩১ জন (২২তম), তুরস্কে ৭ হাজার ৭১১ জন (২৩তম), পাকিস্তানে ৬ হাজার ৪৩২ জন (২৪তম), নেদারল্যান্ডসে ৬ হাজার ২৯৬ জন (২৫তম), সুইডেনে ৫ হাজার ৮৭৬ জন (২৬তম), মিসরে ৫ হাজার ৮২২ জন (২৭তম), ফিলিপাইনে ৫ হাজার ৯১ জন (২৮তম), বাংলাদেশে ৫ হাজার ৪৪ জন (২৯তম), চীনে ৪ হাজার ৬৩৪ জন (৩০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com