March 29, 2024, 1:22 pm

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)। তিনি তালা উপজেলার সুভাষিনী পাঁচরোকী গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট , কিডনি ও ডায়াবেটিসসহ নানা উপসর্গ নিয়ে জাকির হোসেন ১০ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

এই নিয়ে করোনা উপসর্গের সাতক্ষীরা জেলায় ১১ এপ্রিল পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের প্রবনতা বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব রক্ষা করছেন না কেউই। ফলে বাজারঘাটে, দোকানপাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে দেখা দিচ্ছে যানজট।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com