March 28, 2024, 3:28 pm

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
সাতক্ষীরা পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শ্রীনগরে মাটিবাহী ড্রাম ট্রাকে সড়ক বেহাল একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা! মিয়ানমারে বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ মা-ভাইয়ের সামনেই বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা নিউইয়র্ক পুলিশের আশাশুনি উপজেলায় শ্রমিক লীগ সভাপতি শামসুর ঢালির নেতৃত্বে চলছে টেন্ডার বাজি দেবহাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে সভা শেখ হাসিনার গাড়িবহরে মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন গ্রেফতার বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তৈয়ব হাসান
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: মামলার রায় ১৮ এপ্রিল

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: মামলার রায় ১৮ এপ্রিল

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় ধার্য্য দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে আসামীপক্ষ। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে বুধবার দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আদালত আগামী ১৮ এপ্রিল মামলা দুটির রায়ের দিন ঘোষণা করেছেন। যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৭ জন আসামী উপস্থিতি ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ,অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম, এড. শাহানারা আক্তার বকুল,এড. আব্দুল মজিদ প্রমুখ। সাতক্ষীরা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ জানান, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছেন। রাস্ট্র ও আসামীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনও শেষ হয়েছে। আগামী ১৮এপ্রিল মামলার রায়ের দিন ধার্য্য করেছেন আদালত। আসামীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম জানান,ঘটনার দিন মামলার প্রধান আসামী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার কলারোয়ায় ছিলেননা। তিনি সেদিন ঢাকাতে ছিলেন। আমরা আশা করি,বিজ্ঞ আদালত এই বিষয়টি বিবেচনায় নিবেন। প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্র“য়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com