March 28, 2024, 8:09 pm

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কুমিরায় বাড়িঘর ভাংচুর ও দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুমিরায় বাড়িঘর ভাংচুর ও দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পাটকেলঘাটার কুমিরা ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্মাণ শ্রমিক নেতার বাড়িঘর ভাংচুর ও অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পাটকেলঘাটা চৌরাস্তা মোড়ে ৭টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ ফারুক হোসেন, শওকত আলী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবু সেলিম, তালা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু দাউদ, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সাতক্ষীরা জেলা বন ও পরিবেশ রক্ষা কমিটি, জেলা ভূমিহীন সমিতি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তালা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন পাটকেলঘাটা, অটোরিকসা, অটো টেম্পু থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন পাটকেলঘাটাসহ ৭টি সংগঠন একত্মতা ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকরা রক্ত পানি করে জীবিকা নির্বাহ করে। শ্রমিক নেতা সুজাউদ্দীন কুমিরায় মাত্র ২ শতক জমি ক্রয় করে বাড়িঘর ও দোকান নির্মাণ করেছেন। কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম তার ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়িঘর ও দোকান ভাংচুর করে অবৈধভাবে দখল করেছেন। দ্রুত শ্রমিক নেতার সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়া না হলে শ্রমিকরা বসে থাকবে না। কঠোর কর্মসূচির মাধ্যমে শ্রমিক নেতার সম্পত্তি উদ্ধার করা হবে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com