April 25, 2024, 2:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
নিয়োগের আগেই পাঁচধাপ ডিঙিয়ে পদোন্নতি চসিকে! আপাতত গরম কমার সম্ভাবনা নেই দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা যশোরে নিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার সাবেক স্ত্রীকে হত্যা-আটক স্বামী বৈদ্যুতিক খুটিতে ধাক্কা :সাতক্ষীরায় মোটরসাইকেল চালক নিহত অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার মেশিন জব্দ প্রতিবন্ধী নারীর যাতায়াতের রাস্তা আটকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন এম.পি আশরাফুজ্জামান আশু
গ্রাম পুলিশদের মাঝে পোষাক, অন্যান্য সরঞ্জামাদি ও বাইসাইকেল বিতরণ

গ্রাম পুলিশদের মাঝে পোষাক, অন্যান্য সরঞ্জামাদি ও বাইসাইকেল বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক, অন্যান্য সরঞ্জামাদি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা দেশের সকল সেক্টরে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নের সামগ্রীক পরিস্থিতি সুন্দর রাখতে চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতে পারে। গ্রাম পুলিশরা পারে ইউনিয়নের বিভিন্ন অপরাধ প্রবণতা রোধ করতে। গ্রাম পুলিশদের বেতন- ভাতা বৃদ্ধির জন্য আমি মহান সংসদে কথা বলবো। তবে গ্রাম পুলিশদের স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com