December 22, 2024, 1:19 am
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ‘শুদ্ধ ভাষা চর্চা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে এ সমাবেশের আয়োজন করে সিও এনজিও সংস্থা। সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ছায়ানীড়’র সভাপতি ড. এমএ ইউসুফ খান, নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মীইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, পিটিআই’র সুপারিনটেডেন্ট আতিয়ার রহমান। এসময় বক্তারা, সর্বস্তরে বাংলাভাষা চালুর জন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও সমাজ থেকে মাদক দুর করতেসকলকে এগিয়ে আসার আহ্বানও জানান।
Comments are closed.